প্রেমিক আত্মা
- রনি পারভেজ - সনেট সংগ্রহ ২৯-০৪-২০২৪

আমি তোর ঘুম জাগানিয়া রাত হলে,
অভিমান জানি জড়তো না আলো হয়ে!
জড়িয়ে হাত শ্বাস ফেলতি সংশয়ে-
অমূল্যতা না হারাতি হেয়ালির ছলে।
নেহাত চাওয়ার দাবিই কথা বলে,
‘বাস্তব হতে পারতি এসে স্বপ্নালয়ে’
তোকে ভালোবাসি বলাটা হতো নির্ভয়ে
আক্ষেপ পুষা তাই নিরব কোলাহলে।।

আমার না হলেও, তোর কাটে রে রাত
আমিই ঘুমাই তোর চিন্তা বুকে নিয়ে
আমি কেউ না তবে তুই আমার সব!
তোর আমার দূরত্ব হলে কুপকাত
খুঁজিস না তারাজ্বলা রাতে ছাদে গিয়ে
আমার আত্মার আর হবে না উদ্ভব।।

#JD

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

jd_pervaz
১৭-০৫-২০২০ ২৩:২৪ মিঃ

দজিয়েব দাদা আপনাকে ধন্যবাদ

Dojieb
১৭-০৪-২০২০ ১৯:০৮ মিঃ

ভালো লিখেছেন ভাই।